আমি ভয় পাচ্ছি!!!

 আমি ভয় পাচ্ছি!!!


বিশ্বাস করুন, সারাদিনের শেষে বাড়ি ফেরার সময় যদি 
দিনের বাকি সময়ের তান্ডবলীলার গল্প শুনতে হয় তখন মনে হয় 
কিসের জন্য আমরা এই মহান প্রতিষ্ঠানের বাহক হয়ে থাকি!

আমি আজকাল সত্যিই ভয় পাই নাগরিক সমাজের এই অবস্থানে!
আমি ভয় পাই কোথায় নিয়ে চলেছি আমরা সমাজকে!
আমি ভয় পাই প্রতি ভোটের দিনেই এই মৃত্যুর!
আমি ভয় পাই কারন আমি এখন জেনে গেছি আরো কিছু সংখ্যার মৃত্যুদিন!
.
.
.
.
ফিরে যাই চলুন সেই ছোটবেলার দিনগুলোতে!
আবার নতুন করে শুরু করি চলুন অক্ষর পরিচিতি!
ছবির ক্লাসরুমেই ফিরে যেতে হবে।

*** সব কাজ শেষ করে তাড়াতাড়ি জমা দিয়ে আনন্দে ট্রেন ধরতে এসে আজকের খবর আমায় কষ্ট দিল, ভয় পাইয়ে দিল!

Comments

Popular Posts