'গল্প'খোঁজে রূপনারায়নের কূলে!(বারো): চার প্রিসাইডিং অফিসারের ডায়েরি!(আন-অফিসিয়াল)

'গল্প'খোঁজে রূপনারায়নের কূলে!(বারো)

চার প্রিসাইডিং অফিসারের ডায়েরি!(আন-অফিসিয়াল)

ভোট করিয়ে এসেছি একরাত-একদিন হয়ে গেছে। স্কুলে ছুটি থাকায় ভোট নিয়ে আলোচনা, সবার আলাদা-আলাদা অভিজ্ঞতা, নতুন গল্প- কোন কিছুই প্রায় শোনা হচ্ছে না! তাই ঠিক হলো, চলো আবার আমাদের সেই জায়গায়! একসাথে একরাত কাটিয়ে এলে সবার সব গল্প শোনা হয়ে যাবে। গল্পের খোঁজেয় তো আমরা জীবন কাটাই। ছোট-ছোট কত ঘটনা ঘটে শুধু মাত্র ওই দিনটায়! সবারগুলো আলাদা করে না শুনলে কি চলে! আর দিনের পর দিন আমরা অভিজ্ঞ হয়ে উঠি নিজের করিয়ে আসা কয়েকটা ভোটের সাথে প্রতিটা ভোটের কয়েকশো গল্প শুনেই। ভোট আসে, ভোট যায় আর দিনের শেষে আমাদের গল্পের ঝুলি ভরে ওঠে। আর সেই গল্পের ভরসায় আমরা একটার পর একটা ভোট ডিউটির যুদ্ধ জয় করে যাই। আমাদের চার প্রিসাইডিং এর সাথে কিন্তু ছিলেন বহু যুদ্ধ পার করে আসা আমাদের দলের একমাত্র উদ্যোক্তা, আমাদের প্রায় সবারই মাস্টারমশাই, উজ্জ্বল দা!
মনে আছে তো সেই কথাটা! নিজের প্রশ্নের উত্তর নিজেই দেয় যে:
"What unites people? Armies? Gold? Flags?
Stories. There’s nothing more powerful than a good story. Nothing can stop it. No enemy can defeat it."
** আসা-যাওয়ার সংখ্যা আর জায়গার নাম নতুন করে বলার নেই। একই জায়গা, একই খাওয়া, একই হোটেলের একই ঘরে থাকা, একই রাস্তায় হাঁটা, একই জেলে নৌকার ছবি তোলা, একই সময়ে সব কিছু করেও আমার প্রতিবার এই একদিনের ঘুরে আসায় নতুনত্বের স্বাদ পাই। সে গল্প লেখা হয়তো হবে না, শুধু মনেই থেকে যাবে।
.
.
.
.
#12421_13421



Comments

Popular Posts