স্নেহসবুজ দিন, শ্রাবণের কাছে ঋণ!

স্নেহসবুজ দিন, শ্রাবণের কাছে ঋণ!

১ লা শ্রাবণ, ১৪২৮


সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এল খাতার উপর!





'দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া,
টানাপোড়েন – দুটো জন্মই লাগে
মনে মনে দুটো জন্মই লাগে।'
.
.
.
তিনি না থাকলে আমি ছবি লিখতাম কেমন করে!!


আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে !


শোনো, শালুক ফুল!


শহর জানতে চায় প্যাংলা মাস্টারের সাহস!
কতদূর সাহস থাকলে নিরীহ গোবেচারা কবি এই দুঃসাহসিক কাজ করতে পারে! পুরাকালে এরকমই এক প্যাংলা মাস্টারমশাই বলেছিল, 'আমার সাথে লাগতে আসিস না, আমার দারোগা বউ।' যদিও তারপরে সে এক ভয়ানক সাহসের কাজ করেছিল। আমার বুলেটে একা-একা চেপেছিল। তার কথা না হয় বাদ দিলাম। কিন্তু কবি, তোমার এ মতিভ্রম কি করে হল! পাশে সুন্দরী বউ পোজ দিয়ে দাঁড়িয়ে, আর তুমি কিনা!
না, না! এতো জাস্ট ভাবাই যাচ্ছে না! তুমি কি পার্থিব বোধ হারিয়ে ফেলেছ! ছবি তুমি তুলতেই পার কিন্তু সে ছবি যদি তোমার হেভি-ওয়েট বউয়ের কাছে যায়, তোমার একটাও হাড়-গোড় আস্ত থাকবে তো!
দাদাকে ভয় পাওয়া তো বহুদিন আগেই ছেড়ে দিয়েছ, তা বলে পাঁচটা-দশটা নয় একমাত্র বিয়ে করা একটা বউয়ের কথা ভুললে কি করে!
- অন্যায় করেছে। শাস্তি হবে।
- কি শাস্তি হবে?
- কেন? শাস্তি তো সবাই জানে!
- কি?
- আজ বিবাহবার্ষিকীতে আমাদের পেট পুরে খাইয়ে দেবে।
- ওহ! তাহলে তো সব ছাড়।
- তাহলে সবাই মিলে করজোড়ে একসাথে বল- জয় মহাপ্রভু নিত্যানন্দ মহারাজের জয়!
- জয় মহাপ্রভু নিত্যানন্দ মহারাজের জয়! খেতে পেলেই আমরা খুশী।
(ছবি তোলার সময় কবি কিন্তু সাইকেল পাশেই স্ট্যান্ড করেই রেখেছিল। জুতো, ঝাঁটা এমনকি অন্য কিছু উড়ে এলেও যাতে একটুও বাড়তি সময় না লাগে!)
.
.
.
১৫তম বিবাহবার্ষিকী তে এবছরের জন্য ঈদ মুবারক, ডিম্ভাতবাসা আর আরো আরো ছবি তোলার প্রতিভা প্রকাশের শুভেচ্ছা
অভিনন্দন









Comments

Popular Posts