ভারতবর্ষ এভাবেই জিতে যায় প্রতিবার।

ভারতবর্ষ এভাবেই জিতে যায় প্রতিবার।
আগামীতেও জিতবে।


হ্যাঁ! মন্দির মসজিদ দুইই থাকবে ভারতবর্ষে। অযোধ্যতেও। বিতর্কিত জমির পাশাপাশি।
যেমন করে আপনার আমার পাড়ায় বাড়ীর পাশে এক দেওয়ালেই থাকে।
যেমন করে আমি আর কাদের, শুভ আর আসিফ, রাজীব আর রেজাউল একসাথে প্রতিদিন সকালে এক ট্রেনে স্কুল যাই আর ছাত্র পড়াই আর ফিরে এসেই একসাথে আড্ডায় বসি।
আর সেই জোরেই তো কাদের কে বলি, 'শোন, তোর বিয়েতে আমরা কয়েকজন সকালে যেতে পারবো না। আলাদা করে বিরিয়ানি যেন রাত্রে গিয়ে পাই।'

রাত্রেই গিয়েছিলাম, খেয়েছিলাম আর টিফিন কৌটো করে ভরে এনেছিলাম পরিবারের জন্য।
* এ মাটি বড় শক্ত ভাই। আঁচড়ে-কামড়ে শুধু ক্ষতই বাড়ানো যায়, ভাগ করা যায় না। বহুদিন থেকেই বহুজন চেষ্টা করেছে। তাই বলি, বিরত থাকো। অনেক হলো, এবার থামো।
* বিশ্বাস করি আমার ছাত্রদের মতো করেই চলতি এক গানের লাইন,
' আপুন ইন্ডিয়ান হ্যায়।/ বহুত হার্ড, বহুত হার্ড!'

- feeling এসো বন্ধুরা মানুষ হয়ে বাঁচি দিনগুলো!

09.11.2019


Comments

Popular Posts