দাদাগিরি ছেড়ে বাবাগিরি!!!!

দাদাগিরি ছেড়ে বাবাগিরি!!!!



বিকালে সানার পোষ্ট দেখে একটু চমকে গেলেও ভালো লেগেছিল। তখন থেকেই ভাবছিলাম এরকম সানা ভাবলো কি করে! সানার তো এরকম লেখা উচিত নয়! তারপর মনে পড়ে গেলো দাদার দ্বিতীয় বাড়ী ইংল্যান্ডের কথা আর তিনি তো সানাকে এখন সেখানে রেখেই মানুষ করছেন! তাই যতোই সানা যাই মানুষ হোক আর যাই লিখুক আর যতোই প্রথম বিশ্বের মত প্রকাশের অধিকারের গল্প শিখুক বাঙালী মেয়ে শেষ পর্যন্ত বাঙালী বাবার মেয়েই!
আসলে বাবারা হয়তো শেষ পর্যন্ত বাবাই হয়ে থাকে।
ভয় পায় আর এই ভয় পাওয়া ছড়িয়ে দেয় তার আত্মজের মধ্যে!

নিজে মাঠে দাঁড়িয়ে অফ সাইডে ছটা ফিল্ডারের মাঝ দিয়ে বল গলিয়ে দেওয়া শট নেওয়ার এডভেঞ্চার হয়তো করাই যায়, কিন্তু নিজের মেয়ে যখন নেকড়েদের সাথে লড়তে যায়, তখন তাকে ছেড়ে দেবার কলিজা মনে হয় বাঙালী বাবার.....!!!!
তাও আমি যৌবনের ক্রিকেট আইডলের হেরে যাওয়া কে আগে রাখলাম না হেরে যাওয়া বাবার সামনে!
হেরে যাওয়া বাবা যে বড় কষ্টের!!

দাদা, এবার থাক না হয় সব দাদাগিরি, শুধুই বাবা হয়ে ওঠো!!
** এই একই কারণে মনে হয় ছেলে-মেয়েরা আমাদেরকে তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া একাউন্টে ব্লক করে রাখে তা না হলে যে আমরা একটু আমাদের মতের বাইরে দেখলেই শাসন করে পোস্ট মুছে দিতে বাধ্য করবো!!

Comments

Popular Posts