বাইরে আজও যায়নি। কি আর করবো?



সকালে উঠে থেকেই বেশ বিরক্তিকর লাগছে। তা হোক! বেরুনো তো যাবে না। তাই এবার খুঁজতে লাগলাম কি করা যায়! আজ কিছু কাজকর্ম করতে সকাল থেকেই মন যাচ্ছে না। দিনের বাকি কাজগুলো করে বসেই আছি, দেখি মা সবজি কাটছে। অন্যদিন তাকাই না খুব একটা। আজ দেখলাম একসপ্তাহ আগের কেনা একটা বেশ সবুজ লাউ কাটছে। আসলে লাউটা তখন কাটা হয়ে গেছে। আর পাশে রাখা আর একটা ঝুড়িতে দেখলাম মা লাউয়ের খোলাগুলো বেশ ঝির-ঝিরে করে কাটছে। বেশ যত্ন নিয়ে সুন্দর করে ধীরে ধীরে কাটছে। একবার বললাম, ওগুলো কি করতে কাটছো! কিছু উত্তর দিল না। ভুলে গিয়েছিলাম। খেতে বসে দেখলাম গরম ভাতে প্রথমেই সেই লাউয়ের খোলাগুলো সীমের সাথে মিশিয়ে কালজিরে আর কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছে। সুন্দর সবুজ কাঁচা সবজি আর ফোড়নের গন্ধ! অর্ধেক ভাত খেয়েই ফেললাম এই দিয়ে। আর লাউ কোথায়? আছে, কাল হবে। মাছের ঝাল আছে তো এরপর। রোজ বেশী তরকারি না হওয়াই ভালো এখন।
আর একটা দিন পার করলাম #করোনামুক্তভারতবর্ষের দিকে।
26.03.2020

Comments

Popular Posts